ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সীমান্ত পরিস্থিতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ১৪ ১৭:০৮:৪০
সীমান্ত পরিস্থিতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া ডেস্ক : সীমান্তে কোন উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। এসময় সীমান্ত বিষয়ে আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের মিটিং-এ আলোচনা হবে বলেও জানান তিনি।

পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্তের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের তদন্ত পুলিশই করবে। অন্য কোনো সংস্থার করার কোনো স্কুপ (সুযোগ) নেই। বিশেষ ট্রাইব্যুনালে পুলিশই তদন্ত করে, অন্য কোনো বাহিনী না।’

সভায় কৃষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে বলব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আর যেসব ডিলার এদের সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে। দেশের প্রাণ কৃষকরাই। তারা সবাই সার পাবেন এবং ন্যায্যমূল্যেই পাবেন।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সব পুলিশ ইউনিট, র‍্যাব-১৪, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে