ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাতীয় ক্রীড়া পরিষদে একাধিক পদে চাকরি; আবেদন করুন দ্রুত

২০২৫ জানুয়ারি ১৪ ১৬:৫২:২৩
জাতীয় ক্রীড়া পরিষদে একাধিক পদে চাকরি; আবেদন করুন দ্রুত
জাতীয় ক্রীড়া পরিষদে জনবল নিয়োগের আবেদন চলছে। এই আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি)। এই প্রতিষ্ঠানে ১১টি পদে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদ ও পদসংখ্যা:

১. সেক্রেটারি/প্রশাসনিক কর্মকর্তা (ফেডারেশন)পদসংখ্যা: ৪গ্রেড: ৯মবেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. প্রশিক্ষকপদসংখ্যা: ২৬গ্রেড: ১০মবেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৩. আলোকচিত্রশিল্পীপদসংখ্যা: ১গ্রেড: ১০মবেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৪. ইনস্ট্রাক্টরপদসংখ্যা: ১গ্রেড: ১১তমবেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

৫. ইনস্ট্রাক্টেসপদসংখ্যা: ১গ্রেড: ১১তমবেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

৬. সাঁটলিপিকারপদসংখ্যা: ৩গ্রেড: ১৩তমবেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৭. স্টোরকিপারপদসংখ্যা: ১গ্রেড: ১৪তমবেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৮. কম্পাউন্ডারপদসংখ্যা: ১গ্রেড: ১৪তমবেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৯. প্রচার সহকারীপদসংখ্যা: ১গ্রেড: ১৬তমবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. প্রুফরিডারপদসংখ্যা: ১গ্রেড: ১৬তমবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. কার্যসহকারীপদসংখ্যা: ২গ্রেড: ১৬তমবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদন পদ্ধতি:আগ্রহী প্রার্থীদের জাতীয় ক্রীড়া পরিষদেরওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে।

আবেদন ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদন ফি:প্রার্থীদের ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, যা জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে তফসিলি ব্যাংক থেকে জমা দিতে হবে, আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে