ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গেল বছর পবিত্র হজ ও ওমরা করেছেন যতজন

২০২৫ জানুয়ারি ১৪ ১৬:৫৪:৪৩
গেল বছর পবিত্র হজ ও ওমরা করেছেন যতজন

ডুয়া ডেস্ক: ২০২৪ সালে সৌদি আরবের বাইরে থেকে আসা মুসলিমদের সংখ্যা এক কোটি ৮৫ লাখেরও বেশি হয়েছে যারা পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন। তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা বলেন।

জেদ্দায় অনুষ্ঠিত চতুর্থ হজ ও ওমরাহ সম্মেলন এবং প্রদর্শনীতে বক্তৃতা দিতে গিয়ে তিনি উল্লেখ করেন যে, পবিত্র হজ ও ওমরা পালন করতে আসা মুসলিমদের অভিজ্ঞতা উন্নত করতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

মন্ত্রী বলেন, নববী মসজিদে আল-রওজা আল শরিফায় নতুন ব্যবস্থার বাস্তবায়ন সেবার সংখ্যা বাড়ানোর পথ তৈরি করেছে। তাঁর কথায়, ২০২২ সালে সেখানে ৪০ লাখ মুসলিম জিয়ারত করেছিলেন কিন্তু ২০২৪ সালে ওই সংখ্যা বাড়িয়ে ১ কোটি ৩০ লাখে পৌঁছেছে।

এছাড়া আল রাবিয়াহ নতুন নুসুক অ্যাপের সংস্করণ উদ্বোধন করেছেন যা ওমরাহ যাত্রীদের জন্য অতিরিক্ত সেবার সুযোগ তৈরি করেছে। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনকারীরা তাদের যাত্রা পরিকল্পনা করতে পারে এবং প্রয়োজনীয় ভিসা ও পারমিট পেতে সহায়তা পায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে