ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অরুণাচল সীমান্তের কাছে কাচিনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা

২০২৫ জানুয়ারি ১৪ ১৬:৩১:৩৯
অরুণাচল সীমান্তের কাছে কাচিনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা

ডুয়া ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী আবারও বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকায় বিমান হামলা চালিয়েছে। এবার তারা ভারতের অরুণাচল সীমান্তের কাছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে চালানো হয়েছে।

এর আগে, মিয়ানমার বিমানবাহিনী বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইন প্রদেশে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা করেছিল। এবার কাচিন প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)-এর আস্তানায় হামলা চালানো হয়েছে, যা ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে অবস্থিত।

শনিবার থেকে শুরু হওয়া এই ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৫ জন গ্রামবাসী নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী। হামলার লক্ষ্য ছিল সান লুন এলাকায় বিরোধীদের নিয়ন্ত্রিত একটি সোনার খনি।

কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) মিয়ানমারের অন্যতম ধনী বিদ্রোহী গোষ্ঠী, যার নিয়ন্ত্রণে মূল্যবান ধাতু ও রত্নের খনি রয়েছে। গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা প্রায় ৭ হাজার। কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু জানান, নিহত এবং আহতরা সবাই সাধারণ গ্রামবাসী।

এছাড়া, কাচিন প্রদেশের সঙ্গে ভারতের অরুণাচল, চীনের ইউনান প্রদেশ এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্ত রয়েছে, যা স্পর্শকাতর এলাকা। এ কারণে ভারতের জন্য এ অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগজনক। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, "আমরা মিয়ানমারের পরিস্থিতি তীক্ষ্ণ নজরে রেখেছি।"

উল্লেখযোগ্য যে, চলতি বছরের শুরুর দিকে, মিয়ানমারের জান্তার বিমান হামলায় অন্তত ৪০ জন গ্রামবাসী নিহত হয়েছিল রাখাইন প্রদেশে, যা আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকা ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে