ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ একগুচ্ছ সুপারিশ করবে ৪ কমিশন

২০২৫ জানুয়ারি ১৪ ১৬:৩১:৫৫
দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ একগুচ্ছ সুপারিশ করবে ৪ কমিশন

ডুয়া ডেস্ক: সংবিধান সংস্কার কমিশনসহ অন্যান্য কমিশন-যেমন: নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন ১৫ জানুয়ারি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। কমিশনগুলো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশগুলো জমা দেবে।

সূত্র থেকে জানা গেছে, সংবিধান সংস্কার কমিশন বিশেষ করে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সুপারিশ করবে যেখানে সংসদের নিম্নকক্ষে ৪০০টি আসন থাকবে এবং উচ্চকক্ষে ১০৫টি আসন বরাদ্দ থাকবে। সংসদের মোট আসন সংখা হবে ৫০৫টি। এছাড়া তারা নির্বাচনে সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর থেকে ২১ বছরে কমানোর প্রস্তাব তুলবে।

বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব তুলে ধরেছে। বিএনপি ইতোমধ্যে ৬২ দফা প্রস্তাব জমা দিয়েছে যেখানে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে, তারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আইন পরিবর্তন এবং কিছু প্রতিষ্ঠানগত সংস্কারের প্রস্তাব দেবে। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ আইনে সংশোধন আনার এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার প্রস্তাব দেবে।

পুলিশ সংস্কার কমিশন আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সদস্যদের শাস্তির ব্যবস্থা করে একটি নির্দেশিকা তৈরির প্রস্তাব করবে।

এই প্রতিবেদনগুলোর ভিত্তিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে এবং আলোচনা চলতি মাসেই শুরু হতে পারে। সব মিলিয়ে সংস্কারের প্রস্তাব ও বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য সৃষ্টি হলে একটি কার্যকর পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ১৫টি সংস্কার কমিশন গঠন করে যার প্রথম ৬টি কমিশন তৈরি হয় অক্টোবর মাসে। কমিশনগুলোর জন্য দেওয়া সময়সীমা ১৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে