ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দাবানলের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে চলছে চুরি ও লুটপাট

২০২৫ জানুয়ারি ১৪ ১৬:১৯:৩৮
দাবানলের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে চলছে চুরি ও লুটপাট

ডুয়া ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের দাবানল এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দাবানল শঙ্কা সৃষ্টি হয়েছে। এর ফলে, আক্রান্ত এলাকার বাসিন্দারা জীবন রক্ষা করতে তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ত্যাগ করে পালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকেই চুরি ও লুটপাটে জড়িয়ে পড়ছেন।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, লস অ্যাঞ্জেলেসের দাবানল আক্রান্ত এলাকায় অনেকেই ছদ্মবেশে লুটপাট করছে। এর মধ্যে দুজন দমকল কর্মী সেজে লুটপাট করতে গিয়ে আটক হয়েছেন। চুরি ও লুটপাটের ঘটনায় নতুন করে আরও ১০ জনকে আটক করা হয়েছে। এই পর্যন্ত মোট ৩৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কয়েক বছরের কারাদণ্ড হতে পারে।

লুটপাট প্রতিরোধে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সতর্ক করে বলেছে, দাবানলের আগুনে যাদের সবকিছু হারিয়ে গেছে, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ যেন আরও ক্ষতি না করে।

এই ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। প্রাণ হারিয়েছেন ২৪ জন এবং অন্তত ২৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। আক্রান্ত এলাকায় জনগণকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে