ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

আরব আমিরাতে লটারিতে ৬৩ কোটি জিতলেন ২ বাংলাদেশি

২০২৫ জানুয়ারি ১৪ ১৫:৫৮:২৯
আরব আমিরাতে লটারিতে ৬৩ কোটি জিতলেন ২ বাংলাদেশি

ডুয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি এবং দুই ভারতীয় লটারি জিতে ২ লাখ ৮০ হাজার দিরহাম পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশের সোহেল আহমেদ আলাউদ্দিন ১ লাখ দিরহাম জিতেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকার সমান। অপরদিকে সামিউল আলম আব্দুর রাজ্জাক ৯০ হাজার দিরহাম পুরস্কার নিয়ে ৩০ কোটি টাকার সমান অর্থ পেয়েছেন।

৪০ বছর বয়সী সোহেল আহমেদ দুবাইতে ফলের দোকান চালান এবং তিনি ১৭ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। বিগত আট বছর ধরে লটারির টিকিট কিনছেন। তিনি বলেন, “লটারিতে জয় হলো অসাধারণ। আমি এই অর্থ দিয়ে একটি নতুন ব্যবসা খোলার পরিকল্পনা করছি যা আমার স্বপ্ন। আমি ভবিষ্যতে বিগ টিকিটের লটারি কিনতে থাকব।”

অন্যদিকে সামিউল আলম ৩০ কোটি টাকা জেতে যা পাঁচ বছর ধরে দুবাইতে থাকার ফলস্বরূপ। তিনি জানান, তাদের একটি ৩০ জনের গ্রুপ রয়েছে যারা এক সাথে টিকিট কিনে থাকে। সামিউল বলেন, “লটারি জিতে আমি খুবই খুশি। আমার পরিকল্পনা হলো এই অর্থ গ্রুপের সবার মধ্যে ভাগ করে দেওয়া কারণ আমরা সবসময় একসঙ্গে টিকিট কিনেছি।”

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা বিভিন্ন কোম্পানির লটারি টিকিট কিনে থাকেন এবং প্রতি মাসেই কেউ না কেউ লটারি জিতে কোটিপতি হয়ে যান।

তথ্য : গালফ নিউজ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে