ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আগামী দু’দিন যেমন থাকবে আবহাওয়া

২০২৫ জানুয়ারি ১৪ ১৫:৪২:৫২
আগামী দু’দিন যেমন থাকবে আবহাওয়া

ডুয়া ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু’দিন সারা দেশে রাতের তাপমাত্রা কমবে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে প্রত্যাশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এলাকাভিত্তিক আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে কিন্তু দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

একইভাবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই অবস্থার পূর্বাভাস রয়েছে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত আবারও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে