ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২য় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন

২০২৫ জানুয়ারি ১৪ ১৫:২৫:১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২য় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তরের দাবিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে তাদের দাবিগুলি পূরণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দ্বিতীয় দিনের শাটডাউন চলাকালীন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, ক্যাম্পাস বেশ নীরব ও শুন্য। শিক্ষার্থীরা উপস্থিত নেই, ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

আন্দোলনের নেতৃবৃন্দের অন্যতম এ কে এম রাকিব বলেন, “শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে মেডিকেল সেন্টার ও কিছু প্রশাসনিক কার্যক্রম চলবে। যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তবে আমরা আবারও কঠোর আন্দোলনে যাব।”

শিক্ষার্থীদের তিনটি দাবি:১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুততার সাথে হস্তান্তরের চুক্তি সই করতে হবে। এই কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিতে হবে।২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।৩. আবাসন ব্যবস্থা না হলে, ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত সোমবার কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩২ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করা হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এই দিন সকালে শিক্ষার্থীরা প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় এবং শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনেও তালা লাগিয়ে দেয়। পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা ইত্যাদি বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছে। এ সময় তারা বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে