ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শূন্যরেখায় বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ

২০২৫ জানুয়ারি ১৪ ১৪:৫৬:৫৬
শূন্যরেখায় বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ

ডুয়া ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। ১০ জানুয়ারি সকালে বিএসএফ বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক নিয়ে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিবাদ জানালে বিএসএফ বাধ্য হয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। এই ঘটনার পর থেকে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলীর ওয়ার্ডে এই বেড়া নির্মাণ হয়েছে। সীমান্ত এলাকা সুনসান নীরব। স্থানীয়রা জমি চাষ করতে অগ্রসর হতে ভয় করছেন। ইউনুস আলী জানান, "বেড়া স্থাপনের পর স্থানীয়রা বিশেষভাবে উদ্বিগ্ন। কোথাও কোথাও বিএসএফ বাঙ্কার তৈরি করেছে এবং বিজিবির টহল বৃদ্ধি পেয়েছে। আমরা খুবই উদ্বিগ্ন।"

স্থানীয়দের অভিযোগ, পিলার থেকে পিলার বেড়া দেওয়ার সময় বিএসএফ সীমান্ত অতিক্রম করেছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে স্থানীয় কৃষকরা জমিতে যেতে ভয় পাচ্ছেন। সীমান্ত সড়কে চলাচল অনেকটাই কমে গেছে ফলে স্থানীয়রা বিপদে পড়েছেন। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

লালমনিরহাট ৫১ বিজিবির সহকারী পরিচালক (এডি) আমির খসরু জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে এবং বিএসএফ সরে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

৫১ বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, "বিজিবি সদস্যদের টহল দলের উপস্থিতি বাড়ানো হয়েছে যাতে সীমান্ত নিরাপদ রাখতে সহযোগিতা করা হয়।"

১১ জানুয়ারি প্রেসক্লাব সার্ভিস দেয়ার সময় বিএসএফ সদস্যরা আশপাশে ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয় যা চিন্তার বিষয় বলে স্থানীয়দের দাবি। যদিও জুলাইয়ে বিএসএফ সদস্যরা নির্মাণ কাজ বন্ধ করে দেয় পরে আবারও হাজির হয়ে কাজে পুনরায় নিয়োজিত হয়। এই ঘটনার পর বিগত সময়ের তুলনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে