ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

দেখে নিন বিপিএল চট্টগ্রাম পর্বের সূচি

২০২৫ জানুয়ারি ১৪ ১৪:৪২:৪২
দেখে নিন বিপিএল চট্টগ্রাম পর্বের সূচি

ডুয়া ডেস্ক: সিলেট পর্বের শেষে এখন বন্দরনগরী চট্টগ্রামে বিপিএল আয়োজনের অপেক্ষা। এবারের আসরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ।

গত ৩০ ডিসেম্বর শুরু হয়েছিল বিপিএলের একাদশ আসর। ঢাকার প্রথম পর্ব শেষ হওয়া এবং সিলেটেও খেলা সম্পন্ন হয়েছে। এই দুই পর্বে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের পর আবারো বিপিএল ফিরে আসবে ঢাকায়। সেখানে ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি এবং ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে ৭ ফেব্রুয়ারি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে