ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৃহৎ স্বর্ণের খনির সন্ধান মিললো সিন্ধু নদের অববাহিকায়

২০২৫ জানুয়ারি ১৪ ১৪:১৫:১৪
বৃহৎ স্বর্ণের খনির সন্ধান মিললো সিন্ধু নদের অববাহিকায়

ডুয়া ডেস্ক: পাকিস্তানের সিন্ধু নদের পাঞ্জাব অঞ্চলে একটি বৃহৎ স্বর্ণের খনির সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে যে এখানে প্রায় ২৮ লাখ ভরি (অবশ্য প্রায় ৩৩ টন) স্বর্ণ মজুত রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি।

পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু নদীর তলদেশ থেকে প্রায় ৬০০ বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব।

পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ জানিয়েছেন, এই স্বর্ণ উত্তোলন পাকিস্তানের অর্থনীতিতে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।

বিশেষজ্ঞরা মনে করেন, হাজার হাজার বছর ধরে হিমালয়ের স্রোতে ভেসে আসা সোনার কণাগুলি নদীর তলদেশে জমে এই বিশাল মজুত তৈরি করেছে।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনা সংগ্রহ করে। তবে ২০২৪ সালে সরকারিদ্বারা নদী থেকে স্বর্ণ উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে