ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

দ্রুত নিয়োগ চেয়ে প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন

২০২৫ জানুয়ারি ১৪ ১৩:৩৭:১৮
দ্রুত নিয়োগ চেয়ে প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন

ডুয়া নিউজ: দেশের বিভিন্ন অঞ্চলের সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তারা এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে এখনো তাদের নিয়োগ হয়নি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও তৃতীয় ধাপে এখনো কোনো সুরাহা হয়নি।

বক্তারা আরও বলেন, ২০২৩ সালের ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০২৪ সালের ২৯ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল ২১ এপ্রিল প্রকাশিত হয় এবং ১২ জুন ভাইভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৩১ জুন যারা সুপারিশপ্রাপ্ত হননি তারা হাইকোর্টে রিট করেন। যা ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে। এ বিষয়ে চারটি শুনানির পরও কোনো সমাধান আসেনি।

গতবছরের ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জেলা শিক্ষা অফিসে নিয়োগ আদেশ জারি করে অনেক জেলার সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্র গ্রহণ করেন। কিন্তু তাদের জন্য সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান করতে না পারার কারণে ৬ হাজার ৫৩১ জন শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

নারায়ণগঞ্জ থেকে মানববন্ধনে অংশ নেওয়া নারগিস আক্তার বলেন, আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু আইনি জটিলতার কারণে আমরা আজ রাস্তায়। অনেকেই উপস্থিত চাকরি ছেড়ে দিয়ে যোগদানের জন্য প্রস্তুত হয়েছিলেন কিন্তু এখন তারা বেকার।

আরেক সুপারিশপ্রাপ্ত শিক্ষক রবিউল ইসলাম জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ফল আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই হয়েছিল, অথচ এখনও নিয়োগের সুযোগ মিলছে না। তারা দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (৩য় ধাপ) পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে