ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

সাকরাইন উৎসব আজ, পুরান ঢাকার আকাশজুড়ে বসবে ঘুড়ির মেলা

২০২৫ জানুয়ারি ১৪ ১৩:০৪:১৩
সাকরাইন উৎসব আজ, পুরান ঢাকার আকাশজুড়ে বসবে ঘুড়ির মেলা

ডুয়া ডেস্ক: পৌষ মাসের শেষ দিনটি আজ। রাজধানী ঢাকার পুরান ঢাকা অঞ্চলের বাসিন্দারা সাকরাইন উৎসবের আনন্দে প্রতিবছর এই দিনটিকে উদযাপন করে থাকেন। কিছু মানুষ এই উৎসবটিকে পৌষ সংক্রান্তিও বলে থাকেন। মূলত সকালের সূর্যোদয়ের পর থেকেই এই দিনটি উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করে পুরান ঢাকার মানুষ। বিকেলের দিকে আকাশে বিভিন্ন রঙের ঘুড়ির মেলা বসে যায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরান ঢাকার ঐতিহ্যের প্রতীক সাকরাইন উৎসব। এই উৎসবের প্রস্তুতি প্রায় এক মাস আগে থেকেই শুরু হয়। বিশেষ করে এই এলাকার দোকানীরা ঘুড়ি এবং ফানুস তৈরির কাজ শুরু করে। আজকের দিনটি ঘুড়ি উড়ানোর জন্য সুতা-মাঞ্জার প্রস্তুতি, গান-বাজনা এবং পিঠা উৎসবে উপভোগ করার সঙ্গে চলছে।

পুরান ঢাকার প্রতিটি বাড়ির ছায়ায় কিশোর ও কিশোরীদের সন্তানে, হৈ-হুল্লোড়ে জমে উঠেছে। বিকেল থেকে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা শুরু হয়। যেখানে নিজের ঘুড়িকে উচ্চতায় তুলতে এবং একে অপরের ঘুড়িকে কাটার লড়াই চলে।

সাকরাইন উৎসব উপলক্ষে শাঁখারীবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, লালবাগ এবং এর আশেপাশের এলাকায় বাসার ছাদে সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং করে সাজানো হয়েছে।

সরেজমিনে শাঁখারীবাজার এলাকা সফর করে দেখা যায়, প্রতিটি দোকানে ঝুলছে বিভিন্ন আকারের ছোট-বড় ঘুড়ি। কিশোর-কিশোরী থেকে শুরু করে বড়রা সবাই ঘুড়ি কেনার জন্য ব্যস্ত রয়েছে। এখানে চোখদার, পানদার, বলদার, দাবাদার, লেজওয়ালা, পতঙ্গসহ বিভিন্ন ধরনের ঘুড়ি বিক্রি চলছে বিভিন্ন দামে।

পুরান ঢাকার জামাইরা পৌষ মাসের শেষে শ্বশুরবাড়িতে আসতেন এবং তখন তারা ঘুড়ি ও নাটাই নিয়ে আনন্দিত হতেন। সেই সময়, বিভিন্ন বাড়ির জামাইদের ঘুড়ি উড়াতে দেখলে স্থানীয়রা উৎসাহ নিয়ে তা উপভোগ করতেন। কিন্তু এখন আর সেই চিত্র নেই। শহরে শীতের তীব্রতা কমে যাওয়ায় বর্তমানে ঘুড়ি উড়ানোর এই উৎসব পৌষকে বিদায় দিয়ে মাঘকে বরণ করার একটি অংশ হয়ে গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে