ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম

২০২৫ জানুয়ারি ১৩ ২৩:২৫:৫১
বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম

ডুয়া নিউজ: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সংস্কার করা হবে এবং এর নাম পরিবর্তন করে 'উচ্চশিক্ষা কমিশন' বা 'বিশ্ববিদ্যালয় কমিশন' রাখা হবে।

তিনি আরও বলেন, ইউজিসি শুধু আর্থিক সাহায্য দেওয়ার কাজে সীমাবদ্ধ থাকবে না, বরং উচ্চ শিক্ষার উন্নয়নে আরও অনেক দায়িত্ব পালন করবে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হবে এবং আইনিভাবে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকির জন্য প্রয়োজনীয় ক্ষমতা বাড়ানো হবে।

সোমবার (১৩ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

আসন্ন ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সকল পাঠ্যবই পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা। তিনি বলেন, প্রথম দিকে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত থাকলেও, পাঠ্যবই নিয়ে কাজ করা কর্মকর্তারা জানিয়েছেন, বইগুলো নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাবে। তবে কিছু সমস্যা থাকার জন্য বইগুলো বিলম্বিত হচ্ছে।

তিনি আরও বলেন, আর্ট পেপারের সংকট থাকা সত্ত্বেও শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সহায়তায় সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শেষে বিদেশ থেকে আসা নতুন শিপমেন্ট আশা করা হচ্ছে।

জনবলশূন্য থাকা বিভিন্ন শিক্ষা দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলো পূরণ করতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে সৎ, দক্ষ ও মেধাবীদের নির্বাচন করা হচ্ছে এবং কোনো তদবির ছাড়াই প্রোফাইলের ভিত্তিতে পদায়ন করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে