ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দ.কোরিয়াকে শিল্পখাতে প্রযুক্তিগত সহায়তায় ডিসিসিআই’র আহ্বান

২০২৫ জানুয়ারি ১৩ ১৯:২২:৪৭
দ.কোরিয়াকে শিল্পখাতে প্রযুক্তিগত সহায়তায় ডিসিসিআই’র আহ্বান

ডুয়া নিউজ: শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি করতে দক্ষিণ কোরিয়াকে প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

আজ সোমবার (১৩ জানুয়ারি) ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের এক সাক্ষাতে এ আহ্বান জানানো হয়।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে আমদানি ছিল ৯০২.৯০ মিলিয়ন এবং রপ্তানি ৪৯১.৭৩ মিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশে তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ, যেখানে ইতোমধ্যেই ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

এছাড়াও তিনি চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, এপিআই, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, তথ্যপ্রযুক্তি খাতে আরও বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানান। তাসকীন আহমেদ উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষিত তরুণ ফ্রিল্যান্সাররা সেমিকন্ডাক্টর শিল্পের ডিজাইন তৈরিতে ভালো করছে, এ জন্য দক্ষিণ কোরিয়ার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে ভিসা প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজ করা, কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুত করা, বিডা প্রদত্ত সেবা দ্রুত করা, কর্পোরেট করহার সহনীয় রাখা এবং লজিস্টিক খরচ কমানো জরুরি।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বিপুল মানবসম্পদ, ভৌগোলিক অবস্থান ও বৃহৎ ভোক্তা বাজার বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। বিশেষত ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল, অটোমোবাইল এবং তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের বিশাল সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত উল্লেখ করেন, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরিয়ার সহযোগিতা রয়েছে, যেখানে শিক্ষক প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে।

জনাব পার্ক বলেন, এলডিসি পরবর্তী বাংলাদেশে শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য যৌথ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় ডিসিসিআই’র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতা ও যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে