ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন না পাওয়ার কারণ জানালো মাউশি

২০২৫ জানুয়ারি ১৩ ১৯:১১:৫৮
শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন না পাওয়ার কারণ জানালো মাউশি

ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪ লাখ শিক্ষক-কর্মচারীকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন-ভাতা দেওয়ার জন্য সরকারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১.৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারী প্রথম ধাপে ইএফটিতে বেতন পেয়েছেন। চলতি সপ্তাহে আরও এক লাখ শিক্ষক-কর্মচারী তাদের বেতনের মেসেজ পাবেন। তবে অনেক শিক্ষক-কর্মচারী প্রথম দুই ধাপেই ইএফটিতে বেতন পাবেন না, কারণ তাদের তথ্য সঠিকভাবে এন্ট্রি করা হয়নি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে জানা গেছে, একাধিক কারণে শিক্ষক-কর্মচারীদের একটি বড় অংশ প্রথম ধাপে ইএফটিতে বেতন পাননি এবং দ্বিতীয় ধাপেও তারা মেসেজ পাবেন না। এসব সমস্যার মধ্যে রয়েছে— এমপিও মডিউলে সঠিক তথ্য প্রদান না করা, জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মেল না খাওয়া, নামের বানান ভুল লেখা, জন্ম তারিখের ভুল দেওয়া এবং দ্বৈত এমপিও সম্পর্কিত তথ্য।

ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, শিক্ষক-কর্মচারীদের ভুল তথ্য সংশোধন করার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় ধাপের মেসেজ পাঠানো শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং শিক্ষকরা কেন বেতন পাননি সে বিষয়টি জানানো হবে।

ইএমআইএস সেল জানিয়েছে, যে শিক্ষক-কর্মচারীরা প্রথম বা দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন পাননি, তাদের পরবর্তী ধাপে মেসেজ পাঠানো হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা ভুল তথ্য সংশোধন করে পুনরায় তা পাঠাবেন। পরে সেই তথ্য যাচাই-বাছাই করে তৃতীয় ধাপে বেতনের মেসেজ পাঠানো হবে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইতোমধ্যে ইএফটিতে বেতন পেয়ে আসছেন, কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে দেওয়া হতো। এর ফলে অনেক সময় শিক্ষকদের বেতন পেতে দেরি হতো এবং নানা ভোগান্তিতে পড়তে হতো।

এ পরিস্থিতিতে, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে দেওয়া হবে। প্রথম ধাপে ২০৯ জন শিক্ষক-কর্মচারীকে ইএফটিতে বেতন দেওয়া হয় এবং গত ১ জানুয়ারি ১.৮৯ লাখ শিক্ষক ইএফটিতে বেতন পেয়েছেন। বর্তমানে ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করা হচ্ছে, যার মধ্যে ২ লাখ ৮৯ হাজারের তথ্য সঠিকভাবে পাওয়া গেছে। ২৭ হাজারের তথ্য পাওয়া যায়নি এবং বাকি তথ্যগুলোর সংশোধন প্রক্রিয়া চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে