ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে: আইজিপি

২০২৫ জানুয়ারি ১৩ ১৮:৩৫:৪৪
অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে: আইজিপি

ডুয়া নিউজ: খুন ও ছিনতাই দমনে পুলিশকে সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে। সততা দিয়ে কাজ করতে হবে। ন্যায়ের পথে থাকতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধে শতভাগ চেষ্টা করতে হবে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে এবং চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ দমন করতে হবে। তিনি আরও বলেন, যদি কোনো প্রতিবন্ধকতা আসে, তবে সেটি মোকাবিলা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সভার সভাপতিত্ব করেন। তার বক্তব্যে তিনি বলেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে এবং তাদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, সকল সদস্যের দায়িত্ববোধ ও আগ্রহ থেকে কাজ করলে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।

মামলা তদন্তে অগ্রগতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার এক ঘণ্টার মধ্যে সাড়া দিতে হবে এবং তদন্তে কোনো ধরনের বিলম্ব না করতে হবে। এছাড়া, চোরাই মোবাইল ফোন উদ্ধারেও বিশেষ মনোযোগী হতে হবে এবং এর বিক্রির পথ চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, অপরাধ দমনে ট্রাফিক পুলিশ থানা পুলিশকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে, এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, তদন্তে গতিশীলতা আনতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয়।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই চাঁদাবাজ ও ছিনতাইকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের জন্য বিভিন্ন পদমর্যাদার ডিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রশাসন এর সর্বশেষ খবর

প্রশাসন - এর সব খবর



রে