ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক আরোপ

শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

২০২৫ জানুয়ারি ১৩ ১৮:২৩:৪৩
শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

ডুয়া নিউজ: এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, ওষুধ, গুঁড়া দুধসহ শতাধিক পণ্য ও সেবার ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, সম্প্রতি সরকার রাজস্ব আয় বৃদ্ধি করার লক্ষ্যে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বৃদ্ধির জন্য দুটি অধ্যাদেশ জারি করেছে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে এবং ব্যবসায়ের খরচ বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, সরকার রাজস্ব আয় বাড়ানোর জন্য করের আওতা বৃদ্ধি করতে পারে, তবে কর বৃদ্ধির ক্ষেত্রে সরকারকে অবশ্যই সাধারণ মানুষের জীবনযাত্রার মানের দিকে নজর রাখতে হবে এবং তাঁদের ভোগান্তি যেন না বাড়ে, তা নিশ্চিত করতে হবে।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, বিগত অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। এ অবস্থায় বিগত অবৈধ সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণসহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল। যেকোনো দেশের জন্য আইএমএফের ঋণ হলো ঋণপ্রাপ্তির সর্বশেষ আশ্রয়। এই কঠিন ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সম্প্রতি শতাধিক পণ্যের শুল্ক বৃদ্ধির অধ্যাদেশগুলো জারি করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে প্রশ্ন রেখেছেন, "গণ-অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার কি আইএমএফের কাছে ঋণের শর্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে?" তিনি মনে করেন যে, বর্তমান সরকার একটি অবৈধ সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না। তাই তিনি অবিলম্বে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে