ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

প্রথমবরের মতো চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা

২০২৫ জানুয়ারি ১৩ ১৭:৩৯:৪৩
প্রথমবরের মতো চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা

ডুয়া ডেস্ক: চন্দ্র বিজয়ের প্রায় ৫৬ বছর পর প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে নভোযান পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ১৫ জানুয়ারি (বুধবার) নাসার প্রথম বাণিজ্যিক নভোযান চাঁদের উদ্দেশে রওনা হবে।

‘ব্লু ঘোস্ট মিশন ১’ নামের এই অভিযানে নাসা একটি রোবট, ‘ব্লু ঘোস্ট’ পাঠাবে। এই অভিযানে নাসার অংশীদার যুক্তরাষ্ট্রের বেসরকারি অ্যারোস্পেস প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস রোবটটি তৈরি করেছে।

আগামী ১৫ জানুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৮ রকেটে ব্লু ঘোস্ট চাঁদের উদ্দেশে যাত্রা করবে। চন্দ্রপৃষ্ঠে প্রায় ৪৫ দিন কাটানোর পর এটি আবার পৃথিবীতে ফিরে আসবে। এই ৪৫ দিনে ব্লু ঘোস্ট নাসার প্রতিনিধির ভূমিকা পালন করবে এবং চাঁদের পরিবেশ এবং সেখানে ভবিষ্যতে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা সম্পর্কে অন্তত ১০টি বৈজ্ঞানিক অনুসন্ধান পরিচালনা করবে।

অপরদিকে, মহাবিশ্বের আবহাওয়া এবং মহাজাগতিক শক্তির পৃথিবী ও চাঁদের ওপর প্রভাব পরীক্ষা করাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।

১৯৬৯ সালে নাসার অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে চন্দ্রবিজয় লাভ করা হয়েছিল। ওই বছর নভোচারী নীল আর্মস্ট্রং, অ্যাডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স প্রথমবারের মতো চাঁদে পা রাখেন।সূত্র: জিও নিউজ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে