ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির আহ্বান ইউজিসির

২০২৫ জানুয়ারি ১৩ ১৭:৩০:৪৩
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির আহ্বান ইউজিসির

ডুয়া নিউজ: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব আগামী অর্থবছরে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, মানসম্পন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ বাজেট বৃদ্ধি অপরিহার্য।

আজ সোমবার (১৩ জানুয়ারি) ইউজিসির অডিটোরিয়ামে রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের কমিশনের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষা এবং গবেষণা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো জরুরি। আমাদের দেশে মাত্র একজন নোবেল জয়ী আছেন। বাজেট বাড়ানোর মাধ্যমে নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গবেষকরা আরও নোবেল পুরস্কার জয় করতে সক্ষম হবেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে।"

প্রফেসর মাছুমা হাবিব আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমি আশা করি, তারা শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন।"

তিনি নতুন প্রজন্মকে গবেষণামুখী এবং বিজ্ঞানমনস্কভাবে গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে বলে তিনি জানান। এছাড়া, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য ট্রাভেল গ্রান্টস পুনরায় চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রফেসর মাছুমা হাবিব প্রকল্প মূল্যায়নকারীদের কাছে দেশের কল্যাণকর গবেষণা প্রকল্প নির্বাচন করার জন্য আহ্বান জানান এবং গবেষকদের সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। তিনি বলেন, ইউজিসি মানসম্মত গবেষণার জন্য সহযোগিতা অব্যাহত রাখবে।

কর্মশালায় ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান, এবং ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক বিশ্বনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেন এবং গবেষণার মানোন্নয়ন, উপযুক্ত পরিবেশ তৈরি, কমন ল্যাব সুবিধা চালু, গবেষকদের জন্য অর্থ সহায়তা এবং প্রকল্পের অর্থ সময়মতো ছাড় করার দাবী জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে