ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

র‌্যাব বিলুপ্তির দাবি জানালেন ফরহাদ মজহার

২০২৪ ডিসেম্বর ০৯ ০৭:১৭:৩০
র‌্যাব বিলুপ্তির দাবি জানালেন ফরহাদ মজহার

ডুয়া নিউজ: বিশিষ্ট লেখক, গবেষক ও চিন্তাবিদ ফরহাদ মজহার পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়েছেন।

রোববার (০৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়ে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দীর্ঘস্থায়ী পুনর্বাসনে বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ফরহাদ মজহার বলেন, আপনারা খেয়াল করুন যারা মানবাধিকারের কথা বলে তারা দীর্ঘদিন ধরে র‌্যাবকে বিলুপ্তির কথা বলেছে। প্রথম যখন র‌্যাব গঠিত হয়, তখন আমি লিখেছিলাম এই র‌্যাবের কারণে বিএনপির পতন ঘটবে।

মূল সমালোচনা হচ্ছে, এই আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে এমন কিছু কাজ করাচ্ছেন, যেটা সৈনিক কখনো করে না, সেটা হচ্ছে নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা। সৈনিক মাত্রই সে সবসময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে। সে কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরে না। কিন্তু এটা আমরা আমাদের সংস্কৃতিতে ঢুকিয়েছি।

তিনি বলেন, আমাদের সৈনিকদের বুঝতে হবে তারা জনগণের পাহারাদার আর জনগণকে বুঝতে হবে সৈনিকরা আমাদেরই ভাই। এই মৈত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি তা হলে আমাদের সামনে অনেক বড় বিপদ ধেয়ে আসছে। এই বিপদটা সামরিক বাহিনীর চেয়ে আগে বুঝবেন আপনারা যারা বিজিবি বা বর্ডার গার্ড।

ফরহাদ মজহার আরও বলেন, বর্ডার গার্ড শব্দটা আমার কাছে মোটেও সম্মানজনক মনে হয় না। আমরা চিনি বিডিআর। আমাদের প্রথম ফ্রন্টলাইন ডিফেন্স যারা শত্রুর গুলির মুখোমুখি হবেন তারা হচ্ছেন আপনারা। ফলে তাদের অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকতে হবে।

অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশনা দেওয়া রয়েছে। সীমান্তে বড় ধরনের কোনো উত্তেজনা নেই। ছোটখাটো যে উত্তেজনা আছে সেজন্য বিজিবি প্রস্তুত আছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসে, হাসিনা যদি ধৃষ্টতার চিন্তা করে দেশে ফিরে আসে, তা হলে তাকে ফিরতে হবে গণহত্যার আসামি হয়ে, গণহত্যার বিচারের জন্য তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার জায়গা কাঠগড়া।

অনুষ্ঠানের শুরুতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তার স্বাগত বক্তব্যে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভীষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, মেজর (অব.) আহমেদ ফেরদৌস, উইমেন সাপোর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা তৌহদা হক, আহত ছাত্র-জনতা ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে