ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘আমরা কখনোই ন্যাটোর সদস্য দেশগুলোতে হামলা করব না’

২০২৫ জানুয়ারি ১৩ ১৪:২২:২৬
‘আমরা কখনোই ন্যাটোর সদস্য দেশগুলোতে হামলা করব না’

ডুয়া ডেস্ক :আমরা কখনোই ন্যাটোর সদস্য দেশগুলোতে হামলা করব না এবং এই ধরনের হামলার পরিকল্পনাও নেই আমাদের বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয় বিভাগের পরিচালক ভ্লাদিস্লাভ মাসলেনিকভ।

রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

ভ্লাদিস্লাভ মাসলেনিকভ বলেছেন, স্নায়ুযুদ্ধের যুগের অবসানের পর থেকে রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সম্পর্ক শুধু সর্বনিম্ন পর্যায়েই পৌঁছাচ্ছে না, বরং জোটটি স্পষ্টতই আমাদের দেশের বিরুদ্ধে লড়াই করার মিশনে আছে। খবর তাসের।

রাশিয়া কখনো ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা করার চেষ্টা করেনি জানিয়ে তিনি বলেন, ন্যাটো জোটের সদস্যপদ হ্রাসের জন্য সম্পূর্ণরূপে ওই জোটই দায়ী। আমরা কখনোই ন্যাটোর সদস্য দেশগুলোতে হামলা করব না এবং এই ধরনের হামলার পরিকল্পনাও নেই আমাদের।

রুশ ওই কূটনীতিকের মতে, রাশিয়া এবং উত্তর আটলান্টিক জোটের মধ্যে তথাকথিত হট লাইন এবং জরুরি প্রয়োজনে যোগাযোগ রয়েছে। তবে, উত্তেজনা কমানোর উপায় অনুসন্ধান করতে ব্যবহৃত স্বাভাবিক যোগাযোগ এবং সংলাপে আগ্রহ নেই এ জোটের।

তিনি জানান, ২০১৪ সালে ন্যাটো একতরফা ভাবে রাশিয়া-ন্যাটো কাউন্সিলে সামরিক ও বেসামরিক ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করে দেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে