ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবিতে ভর্তি হতে ৩ লাখ ৩০ হাজার আবেদন

২০২৪ নভেম্বর ৩০ ১৪:৩৪:৩৭
ঢাবিতে ভর্তি হতে ৩ লাখ ৩০ হাজার আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট ভর্তি প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়ার মেয়াদ শেষ হয়েছে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এবার সবকটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৯ হাজার ৪৩৮টি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোট আবেদনের মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২৫ হাজার ৪১৮টি। এই ইউনিটে মোট ভর্তি হতে পারবে তিন অনুষদ মিলিয়ে ২ হাজার ৯৩৪ জন। প্রতি সিটের জন্য পরীক্ষা দেবে প্রায় ৪৩ জন শিক্ষার্থী।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৯৪৪টি সিট, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ১ হাজার ৭০৭টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৮৩টি সিট।

বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯৬টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪টি। প্রতি সিটের জন্য পরীক্ষা দেবে ৭৭ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫০টি সিটের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪০ হাজার ৯৭৩টি। প্রতি সিটের জন্য পরীক্ষা দিবে ৩৯ জন শিক্ষার্থী।

এছাড়া চারুকলা ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ৮৩টি এবং আইবিএ ইউনিটে আবেদন পড়েছে ১০ হাজার ২৭০টি।

বায়েজীদ/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে