ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লস অ্যাঞ্জেলেসে বাতাস বেড়ে দাবানল আরো ছড়াতে পারে

২০২৫ জানুয়ারি ১৩ ১০:৩৯:০৫
লস অ্যাঞ্জেলেসে বাতাস বেড়ে দাবানল আরো ছড়াতে পারে

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার পূর্বাভাসকারীরা সতর্ক করে দিচ্ছেন যে, লস অ্যাঞ্জেলেসের আশেপাশে আগুনের সূত্রপাতকারী প্রচণ্ড বাতাস এই সপ্তাহে আবারও তীব্রতর হতে পারে। এ কারণে দাবানল আরো ছড়িয়ে যেতে পারে।

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, সপ্তাহান্তে তুলনামূলকভাবে বাতাস শান্ত ছিল। তবে রোববার রাত থেকে বুধবার পর্যন্ত বাতাস তীব্রতা আরো বাড়তে পারে। এ সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৬ কিমি পর্যন্ত হতে পারে।

বাতাসের তীব্রতা বৃদ্ধির আগে, শহরের বিপরীত প্রান্তে জ্বলন্ত মারাত্মক প্যালিসেডস এবং ইটন দাবানলের বিস্তার বন্ধে কিছু অগ্রগতি হয়েছে। স্থানীয় অগ্নিনির্বাপকদের আটটি রাজ্যের পাশাপাশি কানাডা এবং মেক্সিকো থেকে আসা কর্মীরা সহায়তা করছেন। যারা এখনও আসছেন।

লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক রোববার ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। যদিও কর্মকর্তারা আগে ১৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। নিহতদের মধ্যে ইটনের অগ্নিকাণ্ডের অঞ্চলে ১৬ জন আর প্যালিসেডস এলাকায় আটজনকে পাওয়া গেছে।

সবচেয়ে বড় আগুন হল প্যালিসেডস, যা এখন ২৩,০০০ একরেরও বেশি জমি পুড়ে গেছে এবং ১১% নিয়ন্ত্রণে এসেছে।

ইটনের আগুন দ্বিতীয় বৃহত্তম এবং ১৪,০০০ একরেরও বেশি জমি পুড়ে গেছে। এটি ২৭% নিয়ন্ত্রণে এসেছে।

হার্স্টের আগুন ৭৯৯ একরে উন্নীত হয়েছে এবং প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দাবানলের মধ্যে এটি হতে চলেছে।

রোববার বেসরকারি পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার আগুন থেকে আর্থিক ক্ষতির প্রাথমিক অনুমান ২৫০ বিলিয়ন থেকে ২৭৫ বিলিয়ন ডলারে বাড়িয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে