ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কোমল পানীয়তে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি

২০২৫ জানুয়ারি ১২ ২১:১০:৩৯
কোমল পানীয়তে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি

ডুয়া নিউজ: এবার দেশীয় এবং বহুজাতিক বেভারেজ কোম্পানির ব্যবসায়ীরা সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে কোমল পানীয়তে আরোপিত নতুন সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং এই খাতে সার্বিকভাবে শুল্ক কমানোর জোর দাবি জানিয়েছেন।

আজ রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হক, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অপারেশনাল ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, সোশ্যাল মার্কেটিং কোম্পানির অতিরিক্ত জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, আবুল খায়ের গ্রুপের হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স মোহাম্মদ আমিনুল হক, সজীব গ্রুপের হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, ব্রুভানা বেভারেজ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স মোহাম্মদ তারিকুল ইসলাম এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. মাইদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা জানান, গত ৯ জানুয়ারি ফ্লেভারড পানীয় এবং ইলেকট্রোলাইট পানীয় (কার্বোনেটেড ও নন-কার্বোনেটেড) পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক এবং অন্যান্য শুল্ক বৃদ্ধির ফলে সার্বিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।

নতুন শুল্ক আরোপের পর বিশেষত বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে। তারা বলেন, বেশ কয়েক বছর ধরে বেভারেজ পণ্যের ওপর সরকারের শুল্ক বৃদ্ধির ফলে বাজারে বিরূপ প্রভাব পড়েছে এবং ২০২৩-২৪ অর্থবছরে বেভারেজ ইন্ডাস্ট্রিতে প্রায় ১৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

এভাবে বেভারেজ ইন্ডাস্ট্রি সংকুচিত হওয়ার ফলে কোম্পানিগুলোর আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারও রাজস্ব হারাবে। এমনকি কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশে বেকারত্ব বৃদ্ধি করতে পারে। এছাড়া দেশীয় বাজারে বিদেশি আমদানি পণ্যের প্রসার বাড়তে পারে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

এ সময় বক্তারা এই সম্ভাবনাময় খাতের সুষ্ঠু প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে