ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

লিটন-তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলে একাধিক রেকর্ড

২০২৫ জানুয়ারি ১২ ২০:৩৭:৪২
লিটন-তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে বিপিএলে একাধিক রেকর্ড

ডুয়া ডেস্ক: টানা ছয় ম্যাচ হারের পর রেকর্ড গড়া ম্যাচ খেললো ঢাকা ক্যাপিটালস। যেনো ঝড় উঠেছেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার দিনে ঝড়োয়া ইনিংস খেললেন লিটন কুমার দাস। বিপিএলের রেকর্ড বুক ওলটপালট করে দেয়া এক সেঞ্চুরি করলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আজ রবিবার (১২ জানুয়ারি) বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি পেলেন এই মাঠ থেকেই। সেঞ্চুরি পেয়েছেন তার ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিম নিজেও। তাতেই সিলেটে রেকর্ডবুক পুরোপুরি তছনছ হলো আরেকবার। দুরন্ত রাজশাহীর বিপক্ষে ২০ ওভারে ২৫৪ রান করেছে ঢাকা।

বিপিএলের এই ম্যাচে যত রেকর্ড-

বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন টাইগার ওপেনার লিটনের। এদিন ৪৪ বলে ১০০ রান করে রেকর্ড গড়েছে লিটন। অবশ্য তিনি এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বাহাতি খেলোয়াড় ক্রিস গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি।

বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে। লিটন অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

আজকের ম্যাচে রেকর্ডের পাতায় নাম তুলেছেন তার সঙ্গী তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। ১০৮ রানে ফিরে গিয়েছেন তিনি। তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের।

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন লিটন ও তানজিদের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তানজিদ তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন ২৪১ রান। এই জুটিই ভেঙেছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।

আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালস থেমেছেন ১ উইকেটে ২৫৪ রান নিয়ে। বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে। পেছনে পড়েছে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।

এছাড়াও আজকের ম্যাচটি প্রথম উইকেটে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ১ম উইকেটে তুলেছিলেন ২২৯ রান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে