ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গুগলে যে বিষয়ে ভুলেও সার্চ করবেন না

২০২৪ ডিসেম্বর ০৮ ২৩:৪৪:২৫
গুগলে যে বিষয়ে ভুলেও সার্চ করবেন না

ডুয়া নিউজ: গুগল আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছে। যখনই কোনো তথ্য প্রয়োজন হয়, অনেকেই তাৎক্ষণিকভাবে গুগলে সে বিষয়ে অনুসন্ধান করতে শুরু করেন। ত

যে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে-

গুগলে অ্যাপস এবং সফটওয়্যার খোঁজা: অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের অ্যাপ এবং সফটওয়্যার সরাসরি গুগল সার্চ করে খুঁজে বের করেন। কিছু অ্যাপে এমন হয় যা গুগল প্লে স্টোরে উপলব্ধ নয়। তবে, এইভাবে এপিকে ফাইলগুলি ডাউনলোড করতে গেলেও সুরক্ষা ঝুঁকি থাকে। অজানা ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ফলে ম্যালওয়ার ইনস্টল হতে পারে। ইতোমধ্যেই ইনস্টল হওয়ার সঙ্গে সাথে আপনার ব্যক্তিগত তথ্য বিপন্ন হয়ে যেতে পারে। এর ফলে স্মার্টফোনের নিরাপত্তাও ক্ষতিগ্রস্থ হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত যেকোনো লিংক

গুগল সার্চের মাধ্যমে কোনো ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করার আগে সতর্ক হন। নকল ভুয়া ওয়েবসাইট থেকে আপনি সর্বস্ব হারাতে পারেন। তাই ব্যাংকিংয়ের জন্য অবশ্যই সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করে প্রবেশ করুন অথবা সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। অনলাইন ট্রানজাকশনের সময় সচেতন থাকুন। ওষুধ কিংবা চিকিৎসার জন্য গুগলে সার্চ করা

গুগল সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভাল। টুকটাক শরীর খারাপের প্রাথমিক চিকিৎসা ইত্যাদি দেখতেই পারেন। তবে শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোনো ওয়েবসাইট দেখে ডাক্তারি করা মোটেও বিচক্ষণ কাজ নয়। গুগলে সার্চ করে হঠাৎ কোনো ওষুধ, সাপ্লিমেন্টও কেনা অনুচিত।

কাস্টমার কেয়ারের নাম্বার খোঁজা

ধরুন আপনি অনলাইন কোনো জিনিস কিনেছিলেন। সেটি রিটার্ন করায় রিফান্ড পাবেন। কিন্তু ২ দিন পরেও টাকা ফেরত পাননি। এমন সময়ে কিন্তু ভুলেও গুগল করে সেই সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে যাবেন না। অনলাইন বিপণন সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে থাকে ভুয়া নম্বর। সেই নম্বরে ফোন করলেই পড়তে হবে ফাঁদে।

গুগল সার্চ করে শেয়ারবাজার, ট্রেডিংয়ের বুদ্ধি নেয়া

গুগলে এ সম্বন্ধে সার্চ করলেই হাজারো ওয়েবসাইট ভরা পরামর্শ পাবেন। কিন্তু নির্দিষ্ট ও নামী কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ারবাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াই শ্রেয়। একই সঙ্গে বিভিন্ন ভুয়া সংস্থা 'ট্রেডিং'-এর নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে। তাই এই বিষয়ে গুগল সার্চের উপর বেশি নির্ভর না করাই ভালো। সরকারি তথ্য কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট খোঁজা

ব্যাংক কিংবা বিভিন্ন সরকারি ওয়েবসাইটের মতই দুর্বৃত্তরা সেসবের আদলেই ওয়েবসাইট তৈরি করে থাকে। যেখানে সেই ওয়েবসাইটটির ডোমেইন এর মতই কাছাকাছি একটি নাম দিয়ে সেই ওয়েবসাইটের আদলে ওয়েবসাইট তৈরি করে। এখানে সেসব স্ক্যামারদের লক্ষ্য থাকে বিভিন্ন সরকারি ওয়েবসাইট কিংবা গুরত্বপূর্ণ ওয়েবসাইট এর আদলে ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীকে বোকা বানানো।

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো কিছু গুগলে সার্চ করা

আমাদের মধ্যে অনেক সময় কৌতূহলবশত বিভিন্ন অস্ত্রের প্রতি আগ্রহ জাগে। তবে এই আগ্রহের ফলে যদি আপনি গুগলে বিষয়টি সম্পর্কে সার্চ করেন, তাহলে কিছু বিপদে পড়তে পারেন। অনেকে মনে করতে পারেন, 'বোমা কিভাবে তৈরি হয়' তা জানার ইচ্ছে হতে পারে। কিন্তু যদি আপনি ইন্টারনেটে বোমা নির্মাণ পদ্ধতি খুঁজতে যান এবং সেই সম্পর্কিত তথ্য লিখে সার্চ দেন, তখন আপনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে চলে আসবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে