ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ

২০২৫ জানুয়ারি ১২ ১৯:১৯:২৬
আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ

ডুয়া নিউজ: ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে মেহেদী হাসান শিমুল ও আল আমিনসহ আরো অজ্ঞাত ১০ জন রয়েছেন। তবে বাকি আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পরিস্থিতি ঠিক বজায় রাখতে ইতোমধ্যে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে নেমেছি এবং বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন সংক্রান্ত একটি ইস্যু নিয়েই শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগের সদস্যরা আগে থেকেই হলে অবস্থান করছিলেন এবং তারা অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের দাবি, বহিরাগত শিক্ষার্থীদের সহায়তায় হলের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে