ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওয়ানডেতে ৩৪৬ রান করে রেকর্ড গড়ল ভারতের ইরা যাদব

২০২৫ জানুয়ারি ১২ ১৯:০৭:২১
ওয়ানডেতে ৩৪৬ রান করে রেকর্ড গড়ল ভারতের ইরা যাদব

ডুয়া ডেস্ক: আইপিএল নারী দলে জায়গা হয়নি তার, তবে এর পরেই গড়লেন ইতিহাস। ওয়ানডেতে মুম্বাইয়ের হয়ে ৩৪৬ রানের ইনিংস খেলেছেন আইপিএলে দল না পাওয়া ইরা যাদব। এজন্য তিনি খেলেছেন মাত্র ১৫৭ বল। ৪২ টি চার ও ১৬টি ছক্কা মেরে ইরার স্ট্রাইকরেট দাঁড়িয়েছে ২২০.৩৮।

ভারতের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে ১৪ বছর বয়সী এই ক্রিকেটার ট্রিপল সেঞ্চুরি করেছেন। মেঘালয়ের বিপক্ষে আলুরে তাঁর দল করে ৩ উইকেটে ৫৬৩ রান। যা মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে ভারতের যেকোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ। আর বিসিসিআই আয়োজিত ৫০ ওভারে ক্রিকেটে ছেলে-মেয়ে মিলিয়ে সর্বোচ্চ স্কোর।

যদিও ৩৪৬ রান মেয়েদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে সর্বোচ্চ নয়। এমপুমালাঙ্গার হয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪২৭ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। তবে ইরা যাদবই প্রথম ভারতীয় যিনি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি পেলেন, বয়সভিত্তিক ক্রিকেটে ভেঙেছেন স্মৃতি মান্ধানার রেকর্ড।

ওপেনার যাদব দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক হার্লি গালার সঙ্গে ২৭৪ রানের জুটি গড়েন। গালাও সেঞ্চুরি করেছেন। ৭৯ বলে ১১৬ রান করেছেন তিনি। এই জুটিতে ইরা যাদবের অবদান ৭১ বলে ১৪৯। এরপর তৃতীয় উইকেট জুটিতে দীক্ষা পাওয়ারের সঙ্গে ১৮৬ রানের জুটি গড়েন। এই জুটিতে ইরা ছিলেন আরও বিধ্বংসী, করেছেন ৫০ বলে ১৩৭ রান। মেঘালয়ের ৩ বোলার ১০০ বা এর চেয়ে বেশি রান দিয়েছেন।

জানা গেছে গত ডিসেম্বরে হওয়া মেয়েদের আইপিএলের নিলামে উঠেছিল ১৪ বছর বয়সী ইরা যাদবের নাম। তবে কেউ তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মূল দলেই নেই, যাদবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে