ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

উপাধ্যক্ষের রুমে তালা দিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা

২০২৫ জানুয়ারি ১২ ১৮:৫৩:৪৭
উপাধ্যক্ষের রুমে তালা দিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: রাজধানীর তিতুমীর কলেজের এক অধ্যক্ষকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা উপাধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা উপাধ্যক্ষের রুমে তালা দেন। এর আগে বিকাল তিনটা থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে শুরু করেন।

এসময় শিক্ষার্থীরা ‘নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না!’; ‘সিন্ডিকেট না শিক্ষা?’; ‘অবৈধ ভাইস প্রিন্সিপাল মানি না!’; ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও!’; ‘প্রহসন না শিক্ষা?’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

জানা গেছে, ৯ জানুয়ারি সরকারি কলেজ-২ এর উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরী (৪০১০) ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাবেন।

এ প্রসঙ্গে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ বলেন, “বাইরে থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার প্রতিবাদে আমরা তার রুমে তালা দিয়েছি। গত ৫ আগস্টে ঘোষণা দেওয়া হয়েছিল, প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে যোগ্য শিক্ষকদের ঢাকা কলেজ থেকে নিয়োগ দেওয়া হবে কিন্তু গত দুই মাসে দুটি ভাইস প্রিন্সিপাল বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ঢাকা কলেজ থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা শিক্ষা উপদেষ্টার বাসভবন ঘেরাও করার ঘোষণা দেব।”

আরেক শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, “মাত্র ৭ দিনের জন্য তিতুমীর কলেজ থেকে একজন শিক্ষককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল কি? কি কারণে ঢাকা কলেজে শিক্ষকের অভাব তৈরি হয়েছে?”

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, “শিক্ষা মন্ত্রণালয় যদি চায় তবে সাত বা এক দিনের জন্যও নিয়োগ দেওয়ার এখতিয়ার রয়েছে। এটি সম্মানের বিষয়। আমাদের কলেজে আগে একদিনের জন্যও অধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন। তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় পরিকল্পনার কিছু বিষয় থাকায় এত কম সময়ে কার্যকর করা সম্ভব নয়।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে