ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন বছরে প্রতিদিন সাড়ে ৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

২০২৫ জানুয়ারি ১২ ১৭:৫৯:১২
নতুন বছরে প্রতিদিন সাড়ে ৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

ডুয়া নিউজ: গত বছরের আগস্ট থেকে রেমিট্যান্স পালে বইছে হাওয়া। সেই ধারা অব্যাহত রয়েছে নতুন বছরেও। ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে মোট ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় ৮ হাজার ৮৩৯ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। এর মানে, প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

আজ রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল:

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে: ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলারবিশেষায়িত ব্যাংকের মাধ্যমে: ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলারবেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে: ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলারবিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে: ২৫ লাখ ১০ হাজার ডলার২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে প্রবাসীরা মোট ১,৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের বছর একই সময়ে ছিল ১,০৮০ কোটি ডলার, ফলে রেমিট্যান্স প্রবাহে ২৯৭ কোটি ৭০ লাখ ডলারের বৃদ্ধি ঘটেছে।

২০২৪ সালের জুলাই থেকে প্রতি মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল:

জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারআগস্ট: ২২২ কোটি ৪১ লাখ ডলারসেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৭ লাখ ডলারঅক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলারনভেম্বর: ১৯৩ কোটি ডলারডিসেম্বর: ২৬৩ কোটি ৮৭ লাখ ডলারগত বছরের (২০২৩-২৪) তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে রেমিট্যান্সের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে