ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অনশনে থাকা জবি শিক্ষার্থীদের সঙ্গে বসে পড়লেন একাধিক শিক্ষক

২০২৫ জানুয়ারি ১২ ১৭:৫০:০৭
অনশনে থাকা জবি শিক্ষার্থীদের সঙ্গে বসে পড়লেন একাধিক শিক্ষক

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অনশনরত অবস্থায় শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৪ টায় শিক্ষার্থীদের খাবার গ্রহণের জন্য অনুরোধ করার পর তারা সাড়া না দিলে শিক্ষকরা তাদের সঙ্গে বসে পড়েন।

এ সময় অনশনরত শিক্ষার্থী সোহান প্রামাণিক বলেন, ‘যদি আমাদের দাবি পূরণের মাধ্যমে আমাদের অনশন ভাঙাতে না পারে প্রশাসন, তাহলে আমরাও উঠব না। প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করবো। যোগ্যতার জন্য কোনো পদ খালি পড়ে থাকেনা। এই ভিসি চলে গেলে তার জায়গায় নতুন একজন আসবে। কিন্তু আমরা চাইনা, যারা কাজ করবেনা।’

শিক্ষকরা জানান, ‘আমরাও চাই বিষয়টি সমাধান হোক এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক। তবে আমাদের এখন দাবি আদায়ে সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের প্রক্রিয়া ঠিক করতে হবে। বিষয়টি জটিল প্রক্রিয়া।’

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক বিলাল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সহকারী প্রক্টর রিফাত হাসানসহ আরও অনেক শিক্ষক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে