ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

২০২৫ জানুয়ারি ১২ ১৭:২৯:৩৯
জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

ডুয়া ডেস্ক: জনপ্রশাসন সংস্থার কমিশনের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানো হয়েছে। যা এখন ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার (১২ জানুয়ারি) কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য তুলে ধরা হয়েছে। এ চিঠিটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে প্রেরণ করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিবকে এর একটি অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জুলাই বিপ্লবের পরে জনগণের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ জনপ্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গত ৯ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

কমিশন জনগণের প্রত্যাশা বুঝতে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগসহ ৬টি জেলা ও ৪টি উপজেলার অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেছে। এ পর্যন্ত কমিশন ২০টির বেশি সভা ইতোমধ্যেই সম্পন্ন করেছে এবং চূড়ান্ত প্রতিবেদন তৈরির আগে খসড়া সুপারিশগুলো পর্যালোচনা করছে।

লক্ষাধিক ব্যক্তি জনপ্রশাসন সংস্কার বিষয়ে অনলাইন মতামত দিয়েছেন এবং নাগরিক পরিষেবার বিষয়ে তাদের অভিমতও উঠে এসেছে যা এখনো প্রক্রিয়াধীন। কমিশনের সদস্যরা ৬ থেকে ৭ জানুয়ারিতে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন যা কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য যে, জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ ইতোমধ্যেই একবার বাড়ানো হয়েছিল এবং পূর্বে নির্ধারিত মেয়াদ ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে