ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল ৫ বন্ধুর

২০২৫ জানুয়ারি ১২ ১৬:৪০:২৮
টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল ৫ বন্ধুর

ডুয়া ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম টিকটক। তরুণদের বিশাল একটা অংশ এই সামাজিক মাধ্যমের প্রতি আসক্ত। টিকটক ভিডিও বানাতে গিয়ে অনেকেই নানান কর্মকাণ্ড করে থাকেন। এবার টিকটকের ভিডিও রিল বানাতে গিয়ে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভারতের তেলেঙ্গানার সিদ্দিপেটে ঘটনাটি ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে জানানো হয়েছে।

পুলিশ জানায়, পাঁচ বন্ধু মিলে বাইকে করে কোন্ডাপোচাম্মা সাগর উপকূলে বাঁধে গিয়েছিলেন। বাঁধের আশপাশে তারা ঘোরাঘুরি করেন। ছবি ও ভিডিও ধারণ করেন। বাঁধের পানির ধারে গিয়ে পাঁচজন মিলে ভিডিও রিল বানাচ্ছিলেন। আচমকাই পা ফস্কে পড়ে যান সবাই। কেউই সাঁতার জানতেন না। গভীর পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচ জনেরই ডুবে মৃত্যু হয়।

পুলিশ আরও জানিয়েছে, ধনুষ, লোহিত, দীনেশ্বর, যতীন, সাহিল, মৃগাঙ্ক এবং মহম্মদ ইব্রাহিম নামে ৭ বন্ধু ওই বাঁধের ধারে গিয়েছিলেন। ফোটোগ্রাফারের কাজ করতেন ধনুষ। দীনেশ্বর এবং যতীন ডিপ্লোমা করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাত বন্ধু মিলে গিয়েছিলেন ঘুরতে। তারা সবাই বাঁধের পানিতে পড়ে যান। দু’জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকিরা তলিয়ে যান। ওই দুই যুবকই স্থানীয়দের বিষয়টি জানান। তারপর ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। বেশ কয়েক ঘণ্টায় খোঁজাখুঁজির পর পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বাঁধের আশপাশে নিরাপত্তা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে