ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

পিএসসির ‘বিতর্কিত’ ৩ সদস্যের নিয়োগ বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২০২৫ জানুয়ারি ১২ ১৬:২১:০৪
পিএসসির ‘বিতর্কিত’ ৩ সদস্যের নিয়োগ বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ‘বিতর্কিত’ তিন সদস্যের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।

আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

পিএসসিতে নিয়োগপ্রাপ্ত বিতর্কিত তিন সদস্য হলেন, ডা. শাহীনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এফ জাগরুল আহমেদ এবং মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের ছাত্র জালাল আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মামুন হাসান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আল আমিন মিরা, শান্তি ও সংঘর্ষ বিভাগের রাখেশ, বাংলা বিভাগের মো. আবু হানিফ আল ইমরান প্রমুখ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ২ জানুয়ারি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ডা.শাহীনা সোবহানের বাবা সৈয়দ আব্দুস সোবহান ১৯৭৯ সালে জামালপুর ৫ আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন। ১৯৭৫ সনে বাকশাল গঠিত হলে তিনি সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সনে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপন করেন। ১৯৭৬ সালের ৪ মার্চে তিনি গ্রেপ্তার হন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন ঢাকা মেডিকেলে পড়ার সময়। তিনি বিতর্কিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন সচিব মোখলেস সাহেবের স্ত্রী ডক্টর বেলির সুপারিশে নিয়োগপ্রাপ্ত।

তারা জানান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এফ জাগরুল আহমেদ আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। তিনি ২০১৪ সালে আয়নাঘর মানে ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন ও নারী কেলেঙ্কারিতে জড়িত। ২০১৮ সালে আওয়ামী লীগের সুবিধাভোগ করে অবসরে যান।"

শিক্ষার্থীরা আরও বলেন, ড. মো. মিজানুর বিসিএস ৮৫তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগের সময়ে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। বিয়াম ফাউন্ডেশনকে প্রশাসন ক্যাডারদের ‘কেন্দ্রবিন্দু’ ধরা হয়ে থাকে। উনিও আওয়ামী লীগের আমলে বিভিন্ন দূতাবাসে প্রাইজ পোস্টিং পেয়েছেন।

এ সময় সামরিক কর্মকর্তাদের পিএসসিতে নিয়োগের যৌক্তিকতা নেই বলে জানান শিক্ষার্থীরা। কারণ সামরিক প্রশিক্ষণ বা অভিজ্ঞতা পিএসসিতে প্রাসঙ্গিক নয়।

তারা আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের শুরুটা ‘কোটা বিরোধিতা’কে কেন্দ্র করেই হয়েছিল। আর কোটার ‘প্রয়োগ’ মেলে পিএসসি’র নিয়োগ পরীক্ষার মাধ্যমে। তাই পিএসসিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিন দোসরের নিয়োগ ‌‌‌‌‌‌‌‌‌‌‌শ‌‌‌‌‌হীদের ‌‌‌আত্মার সাথে প্রতারণা। আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দিলে পিএসসি ঘুষ, দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হবে।

সাংবিধানিক প্রতিষ্ঠানে সার্চ কমিটির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সকল সাংবিধানিক পদে আপাতত সার্চ কমিটি গঠনের মাধ্যমে গণশুনানি করে গ্রহণযোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে