ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পশ্চিমবঙ্গের বাংলাদেশি শরণার্থীদের নিয়ে ওয়েব সিরিজ

২০২৫ জানুয়ারি ১২ ১৬:১২:৩৬
পশ্চিমবঙ্গের বাংলাদেশি শরণার্থীদের নিয়ে ওয়েব সিরিজ

ডুয়া ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার দ্বীপ মরিচঝাঁপি একটি ইতিহাসবহুল স্থান, যা দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় উল্লেখযোগ্য অভিবাসীদের আশ্রয়স্থল ছিল। অনেক মানুষ শরণার্থী হয়ে ভারতবর্ষে পাড়ি দিত এবং কিছু হিন্দু ধর্মাবলম্বী আশ্রয় নেন মরিচঝাঁপিতে। সরকারি আশ্বাসে তারা সেখানে আবাস গড়ে তোলেন, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের কারণে শুরু হয় তাদের উচ্ছেদ।

মরিচঝাঁপিতে উদ্বাস্তুদের উচ্ছেদ করতে সরকারীভাবে তাদের খাবার ও জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ঐ অঞ্চলে ঘরে ঘরে আগুন দেওয়া হয় এবং কিছু নৌকাও ডুবিয়ে দেওয়া হয়, যার ফলে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটে। যদিও তৎকালীন ভারতের রাজ্য সরকার এই ঘটনার নিন্দা করেছিল কিন্তু তাদের কিছু যায় আসেনি।

১৯৭৯ সালের ১৬ মে সুন্দরবনের এই অঞ্চলে উদ্বাস্তু শূন্য করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হয়, যেখানে সরকারি হিসাবে নিহতের সংখ্যা মাত্র দুইজন হলেও বাস্তবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে।

মরিচঝাঁপির এই গণহত্যাকে অবলম্বন করে নির্মিত হচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’। নির্মাতা সুকর্ন সাহেদ ধীমান সিরিজটির জন্য গল্প ও চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ ও রোমেল রহমানের সাথে। এই সিরিজটি ইতিহাস নির্ভর হলেও ফিকশনাল হিসেবে নির্মাণ করা হচ্ছে।

শনিবার রাতে সিরিজটির প্রথম টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে ছোট ছোট দৃশ্যে গল্পটির অঞ্চলগত বৈশিষ্ট্য ফুটে উঠেছে। টিজারে বিভিন্ন দৃশ্য যেমন ছোট-বড় নৌকা, ঘন জঙ্গল এবং মানুষের ধস্তাধস্তির চিত্র দেখানো হয়েছে, যদিও পরিচালক এ মুহূর্তে এসবের ব্যাখ্যা দিতে চাননি।

এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেই আসছে এবং মুক্তির তারিখ শীঘ্রই জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে