ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সীমান্তে বেড়া নির্মাণ, ভারতীয় হাইকমিশনারকে তলব

২০২৫ জানুয়ারি ১২ ১৫:৫৯:৩১
সীমান্তে বেড়া নির্মাণ, ভারতীয় হাইকমিশনারকে তলব

ডুয়া নিউজ: সীমান্তে কাঁটাতারের বেড়ার নির্মাণের জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার। রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডাকা হয় এবং এদিন বিকেল ৩টায় তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের স্বার্থে এবং বিরূপ ঘটনা এড়াতে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি দ্রুত জানানো হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে, সীমান্তে বিএসএফের কার্যক্রমের বিরুদ্ধে বিজিবি সতর্ক রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত প্রতিরোধের ফলে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ স্থগিত করতে বাধ্য হয়েছে। বিষয়টি মোকাবিলায় বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ চলমান রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, পূর্ববর্তী সরকারের সময় সীমান্তে বেড়া দেয়া নিয়ে যে অসম সমঝোতা চুক্তি হয়েছিল সেগুলি বাতিলের জন্য পত্র পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন ফেব্রুয়ারীতে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে