ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে অভিযান চালালো দুদক

২০২৫ জানুয়ারি ১২ ১৫:৩৭:০০
বশেমুরবিপ্রবিতে অভিযান চালালো দুদক

ডুয়া নিউজ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা এবং পরিকল্পনা দপ্তরের প্রধান তুহিন মাহমুদসহ চারজনের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

১২ জানুয়ারি (রোববার) সকালে জেলা দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও সোহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান তদারকি করেন।

জানা গেছে, এই দুই কর্মকর্তার ওপর অভিযোগ রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে ভর্তি ও টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও রয়েছে দুদকের কাছে। এসব তথ্যের ভিত্তিতে জেলা দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

এ বিষয়ে জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান জানিয়েছেন, নজরুল ইসলাম হীরা ও তুহিন মাহমুদের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে। তারা সমস্ত রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে কমিশনকে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন। এর পর কমিশনের অনুমতিক্রমে তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে