ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তিন দাবিতে গণ-অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী

২০২৫ জানুয়ারি ১২ ১১:৪৯:২৭
তিন দাবিতে গণ-অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবিতে গণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী। তাঁরা জানিয়েছেন, তাদের দাবির পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচিতে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রোববার (১২স জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাঁরা এই গণ-অনশনের আয়োজন করেন।

তাদের তিন মূল দাবি হলো:

১. সেনাবাহিনীর সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে।২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে।৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা তৈরি না হবে, ততদিন ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

আইন বিভাগের শিক্ষার্থী মো. রাকিব উল ইসলাম জানান, "জবির ক্যাম্পাস আমাদের অধিকার, এটা কোনও অনুগ্রহ নয়। আমরা অবকাঠামোর ঘাটতি, জায়গার সংকট ও আবাসন সমস্যায় ভুগছি। নতুন ক্যাম্পাসের দাবিতে দুই দশক ধরে প্রচারণা চালিয়ে আসছি, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।"

দর্শন বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র সুকুল বলেছেন, "অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে যেকোন মূল্যে। আমরা লাল ফিতার দৌরাত্ম দেখতে চাই না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।"

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, "আমরা তিন দাবিতে গণ-অনশনে বসেছি। দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরে একটি বৃহৎ আন্দোলনও হয়েছিল, কিন্তু প্রশাসন এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের দাবির ব্যাপারে বলেন, "আমরা তাদের দাবির পূরণে সাধ্যমত চেষ্টা করছি। শিক্ষার্থীদের দাবিগুলো মূলত আমাদের দাবির অংশ।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে