ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বাংলাদেশি ক্রীড়াবিদদের জন্য অভিবাসন কড়াকড়ি করেছে মালয়েশিয়া

২০২৫ জানুয়ারি ১২ ১১:২২:৪১
বাংলাদেশি ক্রীড়াবিদদের জন্য অভিবাসন কড়াকড়ি করেছে মালয়েশিয়া

ডুয়া ডেস্ক : মালয়েশিয়া সরকার বাংলাদেশি ক্রীড়াবিদদের জন্য অভিবাসন কড়াকড়ি করেছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি ক্রীড়াবিদদের আর ক্রীড়া ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশে প্রবেশের অনুমতি দেবে না।

রোববার (১২ জানুয়ারি) ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, একটি সিন্ডিকেট ক্রীড়া ইভেন্টে যোগদানের অজুহাতে বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় আনার চেষ্টা করছে।

দাতুক জাকারিয়া শাবান বলেন, গত অক্টোবরে সিন্ডিকেট ১৮ জন ক্রীড়াবিদকে নিয়ে এসেছিল। ২১ থেকে ৩৩ বছর বয়সী পুরুষদের মালুরিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছিল। এছাড়াও একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাসপোর্ট ও একটি আমন্ত্রণপত্র জব্দ করা হয়েছিল।

ইমিগ্রেশন সিন্ডিকেটের অংশ বলে সন্দেহ করা আরও তিন বাংলাদেশিকে গ্রেফতার করে, যেখানে পুরুষদের প্রত্যেকের বিরুদ্ধে দুই হাজার থেকে পাঁচ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

গ্রেফতারের মাত্র দুইদিন পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২০ বাংলাদেশিকে আনার সিন্ডিকেটের আরেকটি প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিদেশিদের মালয়েশিয়ায় না আনার নোটিশ জারি করা হয় এবং তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

পরিচালক আরও বলেন, ২০২৩ সালের ১৫ জানুয়ারি ২৩ জন বাংলাদেশি নাগরিক একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। তদন্তে জানা গেছে এই ২৩ জন পরে জনশক্তি পুননির্মাণ কর্মসূচিতে নিবন্ধন করেছিলেন। তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে কারণ তারা মানদণ্ড পূরণ করেনি।

জাকারিয়া বলেন, এ ধরনের প্রচেষ্টারোধে ইমিগ্রেশন বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের জন্য স্ক্রিনিং কঠোর করবে। যার মধ্যে ইভেন্টগুলোর জন্য সহায়ক নথিপত্র পরীক্ষা করাও অন্তর্ভুক্ত থাকবে।

এনফোর্সমেন্ট বিভাগ সিন্ডিকেটের অন্যদের খুঁজে বের করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। অন্য বাংলাদেশিদেরও খুঁজে বের করা হচ্ছে যারা একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল এবং ধারণা করা হচ্ছে তারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে