ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সারজিস আলম

‘রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত’

২০২৫ জানুয়ারি ১১ ২১:২৫:৪৫
‘রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত’

ডুয়া নিউজ: রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দল নিজেদের আখের গোছাতে ব্যস্ত, দেশের সমস্যা নিয়ে তারা ভাবছে না। দেশে এখনও সিন্ডিকেট, চাঁদাবাজি এবং দখলবাজি চালিয়ে যাচ্ছে। বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে বাধ্য হওয়ার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।’

আজ শনিবার (১১ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে 'জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে তিন এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘যারা এখনও চাঁদাবাজি করছে, তাদের নাম কেউ উল্লেখ করছে না। যদি এভাবে চলতে থাকে, তবে প্রত্যাশিত সংস্কার হবে না।’

তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো সবাইকে সোচ্চার থেকে কাজ করতে হবে।’

সামাজিক সংগঠন আস-সিরাজের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের প্রথম গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে