ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২৭ হাজার টন চাল নিয়ে চট্টগ্রামে ভারতীয় জাহাজ

২০২৫ জানুয়ারি ১১ ২১:১১:৩৯
২৭ হাজার টন চাল নিয়ে চট্টগ্রামে ভারতীয় জাহাজ

ডুয়া ডেস্ক: বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে এর মধেও দুই দেশের মধ্যে চলছে আমদানি-রপ্তানি। এবার ভারত থেকে আমদানি করা প্রায় ২৭ হাজার টন চাল বাংলাদেশে পৌঁছেছে। চালবাহী জাহাজ এমবি এসডিআর ইউনিভার্স রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে আসে।

আজ শনিবার (১১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে জাহাজটি বাংলাদেশে এসেছে। এই চালানটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত থেকে আমদানি করা দ্বিতীয় চালান।

খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা সম্পন্ন করা হবে এবং তার পর দ্রুত চাল খালাসের প্রক্রিয়া শুরু হবে। এর জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে