ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

কলম্বিয়ায় বিমান বিধ্ব’স্ত, সব যাত্রী নিহ’ত

২০২৫ জানুয়ারি ১১ ২০:৫৪:৪২
কলম্বিয়ায় বিমান বিধ্ব’স্ত, সব যাত্রী নিহ’ত

ডুয়া ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার কলম্বিয়ার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বুধবার বিমানটি প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়।

এ বিষয়ে অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করছে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে, যার মধ্যে মৃতদেহ উদ্ধার এবং বিচার বিভাগীয় পুলিশের সঙ্গে সমন্বয়ও অন্তর্ভুক্ত।

কার্লোস রিওস জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। অন্যদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে