ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রে’প্তার ৪

২০২৫ জানুয়ারি ১১ ২০:৩৭:৫১
চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রে’প্তার ৪

ডুয়া ডেস্ক: নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চার সদস্য আটক হয়েছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় শ্রেণির চাকরির পরীক্ষা চলাকালে তাদেরকে কক্ষ থেকে আটক করা হয় এবং পরে তাদের বহিষ্কার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন আবু সায়েম মণ্ডল (২৩), রাশেদ আহমেদ হৃদয় (২২), আসাদুজ্জামান (২১) এবং শাহ সুলতান (২৫)।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদরুল আলম জানিয়েছেন, পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য দুজন ও ডিভাইস চক্রের আরো দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ১৩টি ও হিসাব সহকারী পদের ৩টি শূন্যপদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে সদর থানায় নেয়া হয়েছে। চাকরিপ্রার্থী আটকদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়, এবং তারা জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ১৩টি শূন্যপদের বিপরীতে তিন হাজার ৩৪৯ জন ও হিসাব সহকারী পদের ৩টি শূন্যপদের বিপরীতে ৪৩০ জন আবেদন করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর



রে