ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওমরাহ ও ভিজিট ভিসা আবেদনকারীদের জন্য নতুন শর্ত দিলো সৌদি

২০২৫ জানুয়ারি ১১ ১৯:৩২:৫৪
ওমরাহ ও ভিজিট ভিসা আবেদনকারীদের জন্য নতুন শর্ত দিলো সৌদি

ডুয়া ডেস্ক: ওমরাহ পালনকারীদের ব্যাপারে নতুন নির্দেশনা জারি করলো সৌদি আরব। সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ রোধের লক্ষ্যে নতুন শর্ত আরোপ করেছে দেশটি। বিশেষ করে, উমরাহ ও ভিজিট ভিসা আবেদনকারী সকল যাত্রীকে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ভ্রমণের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে এবং সেই টিকার প্রমাণ সৌদি আরবের প্রবেশপত্রে দেখাতে হবে। সকল দেশের ১ বছরের বেশি বয়সী যাত্রীদের জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক, তবে ১০ বছর আগে নেওয়া টিকা প্রযোজ্য নয়।

অন্য দিকে, ওমরাহ করার জন্য ভ্রমণকারীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও পোলিওর টিকাও গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানিদের জন্য পোলিও টিকার সনদ দেখানো বাধ্যতামূলক; সেইসাথে আফগানিস্তান, কেনিয়া, কঙ্গো ও মোজাম্বিকে ট্রানজিট দিতে হলে পোলিও টিকা নেওয়া থাকতে হবে।

এসব শর্ত মেনে চলার জন্য দ্য সৌদি সিভিল এভিয়েশন অথরিটি (এসসিএএ) সকল ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে