ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

বিনা বেতনে চীনের ১১,০০০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

২০২৫ জানুয়ারি ১১ ১৯:০১:৪২
বিনা বেতনে চীনের ১১,০০০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ প্রদান করছে চীন সরকার। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) ২০২৫-এর নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) এ অধ্যয়নের সুযোগ পাবেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রয় প্রতি বছর চীন সরকার ১,১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের আওতায় নানা কোর্স অফার করে, যার মধ্যে রয়েছে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, ব্যবসা, ম্যানেজমেন্টসহ অনেক ধরনের বিষয়।

স্কলারশিপের সুযোগ-সুবিধাসম্পূর্ণ টিউশন ফি প্রদান করবেআবাসনের সুবিধা প্রদান করবেস্বাস্থ্যবিমা প্রদান করবেমাসিক উপবৃত্তি: মাস্টার্সের জন্য ৩,০০০ চায়নিজ ইউয়ান, পিএইচডির জন্য ৩৩,৫০০ চায়নিজ ইউয়ানগবেষণা ব্যয় প্রদান করবেল্যাবরেটরি, ইন্টার্নশিপ ও মৌলিক পাঠ্যপুস্তক ব্যবহারের সুবিধা

আবেদনের যোগ্যতাআন্তর্জাতিক শিক্ষার্থী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবেআবেদনকারীকে এক বছরের বেশি সময় ধরে চীনা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত থাকতে হবেস্নাতকোত্তর প্রোগ্রামের আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম ও স্নাতক ডিগ্রি থাকতে হবেপিএইচডি প্রোগ্রামের আবেদনকারীর বয়স ৪০ বছরের কম ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

প্রয়োজনীয় কাগজপত্রসিএসসি আবেদনপত্রআবেদনকারীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপিনোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টদুটি রেফারেন্স লেটারমেডিকেল রিপোর্টআবেদনকারীর সিভিইংরেজি ভাষার দক্ষতার সনদপার্সোনাল স্টেটমেন্টস্টেটমেন্ট অব পারপাস

আবেদন যেভাবেশিক্ষার্থীদের প্রথমে সিএসসি পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক পর্যালোচনায় পাস করার পর কর্তৃপক্ষ একটি সংখ্যা সহ বিজ্ঞপ্তি ই-মেইলে প্রদান করবে। এরপর আবেদনকারীকে অনলাইনে ৬০০ CNY (অফেরতযোগ্য) আবেদন ফি পরিশোধ করতে হবে।

CSC BIT ২০২৫ আবেদন প্রক্রিয়াসিএসসি পোর্টালে বিআইটি সিএসসি বৃত্তির জন্য নিবন্ধন করতে হবেCSC পোর্টালে লগইন করার পর, BIT-এর জন্য প্রোগ্রাম ক্যাটাগরিতে 'B' নির্বাচন করতে হবেউল্লেখিত সকল নথিসহ BIT বৃত্তির জন্য CSC ফর্ম পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৫ ফেব্রুয়ারি ২০২৫।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে