ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ক্যাম্পাসভিত্তিক জুলাই অভ্যুত্থানের ইতিহাস লিপিবদ্ধের আহ্বান

২০২৫ জানুয়ারি ১১ ১৮:১৫:২৯
ক্যাম্পাসভিত্তিক জুলাই অভ্যুত্থানের ইতিহাস লিপিবদ্ধের আহ্বান

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং তার বিকৃতি রোধের জন্য ক্যাম্পাসভিত্তিক একটি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে ইতিহাস বিকৃত হয়েছে। তিনি উল্লেখ করেন, "জুলাইয়ের ইতিহাসকে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে আজ থেকে পঞ্চাশ বছর পরও এটি বিকৃত করার সুযোগ না থাকে।"

অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল আন্দোলনকারীদের দমন করা উচিত। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। তখন ন্যারেটিভ হতো কিছু দুর্বৃত্ত দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।’

শফিকুল আলম আরও বলেন, "জুলাইয়ের মতো মহৎ সময় আমাদের জন্য আগে আর আসেনি। আমাদের সাংবাদিকরা ১৯৭১ এর যুদ্ধ কতটুকু দেখেছে আমি জানি না। আমাদের এক কোটি লোক শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল। তাদের মানবেতর জীবন ও দুঃখ দুর্দশা নিয়ে খুব কমই লেখা পাওয়া যায়। এসব নিয়ে আমরা স্টোরি করিনি। আমাদের রাইটিংয়ের অভ্যাসটা খুব কম। লেখার অভ্যাস বাড়াতে হবে।"

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, "শেখ হাসিনা বৃহত্তম জেলখানা ও বৃহত্তম গোরস্তান তৈরি করেছিলেন। এটি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তাদের উদ্দেশ্য কী ছিল।"

তিনি আরও দাবি করেন যে, অনেক শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। তিনি উদ্যোক্তা হবার কথা উল্লেখ করে বলেন, "আমাদের উদ্দেশ্য হবে জমিদারি ও কর্তৃত্বের অবসান ঘটানো।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে