ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

২০২৪ ডিসেম্বর ০৮ ১৯:৪৭:২৫
আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

ডুয়া ডেস্ক : বরিশালের বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (০৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার একেএম এনায়েত হোসেন। তবে পদত্যাগের কারণ জানা যায়নি।

তিনি বলেন, উপাচার্য আজকে একটি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে কোন কারণ উল্লেখ করেননি তিনি। উপাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ বলে জানান রেজিস্ট্রার এনায়েত।

জানা যায়, আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০১৯ সাল থেকে গ্লোবাল ইউনিভার্সিটির দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ৬ ডিসেম্বর চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও ট্রেজারার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে