ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দাবানল দেখে যা বললেন বাইডেন

২০২৫ জানুয়ারি ১১ ১৮:১৫:২৯
দাবানল দেখে যা বললেন বাইডেন

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভয়াবহ দাবানলে গত পাঁচদিন ধরে পুড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানল দেখে বলেছেন, ‘মনে হচ্ছে যেন এখানে বোমা ফেলা হয়েছে।’

জানা গেছে, এখন পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। দাবানলে এ পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বাইডেনকে শুক্রবার (১০ জানুয়ারি) ওভাল অফিসে দাবানলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।

দাবানলের ছবি দেখে তিনি বলেন, এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা বেশি মনে করিয়ে দিচ্ছে। যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে। এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা প্রমাণ পেয়েছি আক্রান্ত এলাকায় অনেকে গিয়ে লুটপাট করছেন।

এছাড়া দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোয় ট্রাম্পের সমালোচনা করেন তিনি। স্থানীয় সময় গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে তাণ্ডব চালানো শুরু করে দাবানল।

আলাদা পাঁচটি সক্রিয় দাবানলে সেখানে প্রায় ৩৫ হাজার একর অঞ্চল পুড়ে গেছে। এতে পুড়ে গেছে হাজার হাজার অবকাঠামো।

আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার শুক্রবার জানায়, দাবানলে ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষতি পুষিয়ে উঠতে লম্বা সময় পাড়ি দিতে হবে যুক্তরাষ্ট্রের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে